যত রাজাকারের বাচ্চারা সব মেধাবী
বিবরণ
জুলাই-আগস্ট টাইমলাইন: স্বাধীনতা-২ ভিডিও: বাংলাদেশের ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান । ইঞ্চি ইঞ্চি মাটির সুরে । মুহিব খান গত ১৪ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ছাত্র- জনতা আন্দোলনের সবগুলো টার্নিং পয়েন্টের তারিখ ভিত্তিক ভিডিও একসাথে করে ভিডিও বানিয়েছেন এক ভাই। তবে দুঃখজনকভাবে ভিডিও নিয়ে আমাদের কিছু আপত্তি ছিল। এগুলো হলো: ১। আলেম, ইসলামিস্ট, মাদ্রাসা স্টুডেন্ট বা হেফাজত বা তৌহীদি জনতার কন্ট্রিবিউশন দেখানো হয় নাই। বোঝা যাচ্ছে যে এখানে সেকুলার বা শাহবাগীদেরকেই ফোকাস ও প্রোমোট করা হয়েছে। ২। চার্চ বা গির্জার কোরাস সং ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে। বিকল্প হিসেবে আমি মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি দেশাত্মবোধক গানটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দিয়েছি। এখানে হারাম মিউজিক নেই, শুধু এক বিটের হালাল বাধ্য আছে। মুহিব খানের এই গানটি বেশি বেশি প্রচার হওয়া উচিত। ৩। আন্দোলনে আলেম ও হুজুরদের যে অবদান আছে তা বিভিন্ন ফুটেজ এড করে ফুটিয়ে তুলেছি। ৪। ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সারাদেশব্যাপী স্বৈরাচারের প্রতীক বঙ্গবন্ধুর মূর্তি ধ্বংসকরন। সেই মূর্তি ভাঙ্গার সিনগুলোও অ্যাড করেছি। আশাকরি ভিডিওটিতে বাংলাদেশের সকল স্তরের মানুষের অবদানকে ফুটিয়ে তোলা হয়েছে। রাম, বাম, সেকুলার, ইসলামিস্ট সবাইকেই এই ভিডিওতে রাখা হয়েছে; কাউকেই বাদ দেয়া হয়নি। মুসলিমদের চোখের হেফাজত ও দেখার সুবিধার্থে বেগানা মেয়ে/ মহিলাদের ছবি ঢেকে দেয়া হয়েছে। এই ভিডিওর উদ্দেশ্য হলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে আলেম, মাদ্রাসার ছাত্র, হেফাজত, ইসলামিক এক্টিভিস্ট ও তৌহিদী জনতার অবদানকে প্রোমোট করা। একই সাথে মুহিব খানের ইঞ্চি ইঞ্চি গানটাকেও প্রোমোট করা যেন অনেক মানুষ এই গানটা সম্পর্কে জানতে পারে এবং জাতীয় সংগীত হওয়ার ব্যাপারে জনমত গড়ে উঠে। তাই এই ভিডিও সরাসরি ইউটিউব লিংক শেয়ার করে অথবা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে বেশি বেশি শেয়ার করুন।
তথ্য সংগ্রহে

Admin Board
আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার মন্তব্য লিখুন