logo of bangladesh 2024
ছবি ও ভিডিওনিউজ ও ঘটনাআন্দোলনের ইতিহাসপডকাস্টগ্রাফিতিআমাদের সম্পর্কে

    আমাদের সাথে সংযুক্ত হন

    logo of facebook
    logo of youtube

    bangladesh2024.info@gmail.com

    Hand Image
    Flag Image
    Bijoy 2024 Text

      আমাদের সম্পর্কে

      আমরা কারা?

      আমরা কেউ পেশাদার ইতিহাসবিদ নই। কেউ রাজনীতিবিদও নই। আমরা কিছু বাংলাদেশি নাগরিক, যারা এই দেশকে ভালোবাসি। এই মাটির প্রতিটি চোখের জল, প্রতিটি কণ্ঠের চিৎকার, প্রতিটি প্রতিবাদী মুখ আমাদের নাড়া দিয়েছে। আমরা চেয়েছি, যা ঘটেছে তা হারিয়ে না যাক, কেউ ভুলে না যাক, বিকৃত না হোক একটি মুহুর্তও। সেই দায়বদ্ধতা থেকে জন্ম নিয়েছে বাংলাদেশ ২০২৪— ২৪ এর গনঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষনকারী একটি অরাজনৈতিক পাবলিক আর্কাইভ।

      এটি কোনো একক ব্যক্তির কাজ বা প্রজেক্ট নয়। এখানে একসাথে কাজ করেছেন শিক্ষার্থী, ক্রিয়েটিভ UI/UX ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার, ডাটা এনালিস্ট, লেখক, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফারসহ নানান পেশার মানুষ। আমাদের পরিচয় ভিন্ন; কিন্তু হৃদয়ের তাড়না এক। আমরা চেয়েছি, সত্য টিকে থাকুক।

      এই আর্কাইভের উপকারভোগী শুধু আজকের মানুষ নয়। একদিন কোনো শিক্ষার্থী তার গবেষণায় এই ঘটনার মূল খুঁজতে চাইবে, কোনো সাংবাদিক খুঁজবে প্রমাণ, কোনো ইতিহাসবিদ লিখবে নতুন অধ্যায়। আর তাঁরা যেন বিকৃত ইতিহাসের মুখোমুখি না হয়, সেটিই আমাদের আশা।আমরা ইতিহাস লিখছি না। আমরা যা ঘটেছে, ঠিক যেমন ঘটেছে, সমসাময়িক সময়ে মানুষ সে ঘটনাগুলো কিভাবে নিয়েছে, কিভাবে অংশগ্রহন করেছে, আমরা শুধু সেটুকু তুলে রাখছি। কারও বিরুদ্ধে না আবার কারও পক্ষেও না। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ একদিন ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাসের কবল থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ।


      কারা উপকৃত হবেন?

      এই আর্কাইভ উপকারে আসবে -

      1. শিক্ষার্থী ও গবেষকদের
      2. সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের
      3. ইতিহাসবিদ ও নীতিনির্ধারকদের
      4. সেইসাথে যেকোনো সাধারণ মানুষ, যিনি ইতিহাস জানতে চান নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে


      কোথা থেকে তথ্য সংরক্ষণ করেছি আমরা?

      আমরা তথ্য সংগ্রহ করছি বহুমাত্রিক উৎস থেকে:

      1. সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য, ছবি ও ভিডিও
      2. প্রত্যক্ষদর্শীদের ভিডিও সাক্ষাৎকার
      3. দেশজুড়ে অঙ্কিত অসংখ্য গ্রাফিতি
      4. অনলাইন সংবাদমাধ্যম এবং
      5. প্লাটফর্মটি অবমুক্ত করার পর অসংখ্য সাধারন মানুষের স্বতস্ফূ্র্ত তথ্য প্রদানের মাধ্যমে ভারী হয়ে উঠছে আমাদের ডাটাবেজ


      আমাদের সাথে যোগাযোগের মাধ্যম

      Facebook

      Email