আমরা কেউ পেশাদার ইতিহাসবিদ নই। কেউ রাজনীতিবিদও নই। আমরা কিছু বাংলাদেশি নাগরিক, যারা এই দেশকে ভালোবাসি। এই মাটির প্রতিটি চোখের জল, প্রতিটি কণ্ঠের চিৎকার, প্রতিটি প্রতিবাদী মুখ আমাদের নাড়া দিয়েছে। আমরা চেয়েছি, যা ঘটেছে তা হারিয়ে না যাক, কেউ ভুলে না যাক, বিকৃত না হোক একটি মুহুর্তও। সেই দায়বদ্ধতা থেকে জন্ম নিয়েছে বাংলাদেশ ২০২৪— ২৪ এর গনঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষনকারী একটি অরাজনৈতিক পাবলিক আর্কাইভ।
এটি কোনো একক ব্যক্তির কাজ বা প্রজেক্ট নয়। এখানে একসাথে কাজ করেছেন শিক্ষার্থী, ক্রিয়েটিভ UI/UX ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার, ডাটা এনালিস্ট, লেখক, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফারসহ নানান পেশার মানুষ। আমাদের পরিচয় ভিন্ন; কিন্তু হৃদয়ের তাড়না এক। আমরা চেয়েছি, সত্য টিকে থাকুক।
এই আর্কাইভের উপকারভোগী শুধু আজকের মানুষ নয়। একদিন কোনো শিক্ষার্থী তার গবেষণায় এই ঘটনার মূল খুঁজতে চাইবে, কোনো সাংবাদিক খুঁজবে প্রমাণ, কোনো ইতিহাসবিদ লিখবে নতুন অধ্যায়। আর তাঁরা যেন বিকৃত ইতিহাসের মুখোমুখি না হয়, সেটিই আমাদের আশা।আমরা ইতিহাস লিখছি না। আমরা যা ঘটেছে, ঠিক যেমন ঘটেছে, সমসাময়িক সময়ে মানুষ সে ঘটনাগুলো কিভাবে নিয়েছে, কিভাবে অংশগ্রহন করেছে, আমরা শুধু সেটুকু তুলে রাখছি। কারও বিরুদ্ধে না আবার কারও পক্ষেও না। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ একদিন ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাসের কবল থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ।
এই আর্কাইভ উপকারে আসবে -
আমরা তথ্য সংগ্রহ করছি বহুমাত্রিক উৎস থেকে: