৭ জুলাই ২০২৪ কোটা প্রথা বাতিলের দাবিতে আজ ঢাকা কার্যত ব্লকড।

বিবরণ
কোটা প্রথা বাতিলের দাবিতে আজ ঢাকা কার্যত ব্লকড ছিল। কোটা সংস্কারের দাবি নিয়ে ৬ জুলাই “বাংলা ব্লকেড” কর্মসূচির ঘোষণা আসে। ৭ জুলাই ছিল এই আন্দোলনের বড় মিছিল ও অবরোধের দিন; ঢাকা এবং সারাদেশের যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিড়ম্বনা তৈরি করে। অনেকেই এটিকে ছাত্র–জনতা জোটের প্রথম বড় মাইলফলক মনে করেন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাকে, ঢাকার শাহবাগ মোড়, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, নীলক্ষেত, চানখারপুল, আগারগাঁও সহ অন্তত ৮টি জায়গা অবরোধ করা হয়—যা যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুরসহ দেশজুড়ে অবরোধ ছড়িয়ে পড়ে।শাহবাগে হাজার হাজার শিক্ষার্থী পুলিশের ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসে, সকালের ঘণ্টাগুলোতে ঢাকা অচল হয়ে যায়। অবরোধ মোটামুটি ৪ ঘণ্টা চলে; রাত প্রায় ৮টার দিকে শিক্ষার্থীরা তা তুলে নেয় । এবং ৮ জুলাই থেকে কেউ কেউ এক দফা আন্দোলন শুরু করার ঘোষণা দেয় — সরকারের প্রতি মোড় ঘুরিয়ে কোটা সংস্কারের দাবিতে একই সংগঠন আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেয় ।
তথ্য সংগ্রহে

Admin Board
আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার মন্তব্য লিখুন